খবর [ khabara ] বি.
১. সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো);
২. তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)।
[আ. খব্র্]।
খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)।
খবর রাখা ক্রি. বি.
১. তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ;
২. যোগাযোগ রাখা।
খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া।
খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)।
খবরদার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)।
☐ বিণ. সতর্ক, সাবধান।
খবরদারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)।
খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)।
খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র।
Leave a Reply