খড়গ [ khaḍga ] বি.
১. খাঁড়া, প্রাণী বলি দেবার তরবারিবিশেষ (খড়েগর এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল) ;
২. গণ্ডারের শৃঙ্গ বা শিং।
[সং. √খড়্ + গ]।
খড়গহস্ত–বিণ.
১. কৃপাণধারী, হাতে খড়গ নিয়েছে এমন;
২. অত্যন্ত ক্রুদ্ধ; প্রহার বা তিরস্কার করতে উদ্যত (তিনি আমার প্রতি কেন যে এমন খড়গহস্ত তা বুঝি না)।
খড্গী (-ড্গিন্) বি. গণ্ডার।
☐ বিণ. যার খড্গ আছে এমন।
Leave a Reply