খট্বা [ khaṭbā ] বি. খাট, পালঙ্ক, পর্যঙ্ক।
[সং. √খট্ + ব (ক্বন্) + আ]।
খট্বাঙ্গ বি.
১. খাটের পায়া বা খুরা;
২. খট্বাঙ্গের মতো মুগুর;
৩. আগায় নরকপালযুক্ত লাঠি-যা শিবের অস্ত্র।
খট্বাঙ্গধর বি. শিব।
খট্বারূঢ় বিণ.
১. নিষিদ্ধ অনুষ্ঠান করছে এমন;
২. (কৌতু.) খাটের উপর বসেছে বা শুয়েছে এমন।
Leave a Reply