ক্ষেত্র [ kṣētra ] বি.
১. জমি, ভূমি, শস্য-উত্পাদনের মাঠ (শস্যক্ষেত্র, ধান্যক্ষেত্র);
২. স্হান (যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র);
৩. সিদ্ধভূমি, তীর্থ (কুরুক্ষেত্র, জগন্নাথক্ষেত্র);
৪. (দর্শ.) শরীর;
৫. ইন্দ্রিয়;
৬. মন;
৭. (জ্যামি.) রেখার দ্বারা সীমাবদ্ধ স্হান;
৮. স্ত্রী, পত্নী (পরক্ষেত্রে জাত সন্তান);
৯. অবস্হা বা পরিস্হিতি (এক্ষেত্রে নীরব থাকাই ভালো)।
[সং. √ ক্ষি + ত্র]।
ক্ষেত্রকর্ম–বি. চাষবাস; অবস্হানুযায়ী কাজ।
ক্ষেত্রজ–বিণ.
১. জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ;
২. কৃষিজাত;
৩. স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত।
ক্ষেত্রজ্ঞ–বি. (দর্শ.) জীবাত্মা, অন্তর্যামী পুরুষ।
☐ বিণ.
১. কোন অবস্হায় কী কর্তব্য তা জানে এমন, অভিজ্ঞ; পণ্ডিত;
২. নিপূণ ;
৩. কৃষিকর্ম সম্পর্কে অভিজ্ঞ।
ক্ষেত্রপতি–বি. জমির মালিক।
ক্ষেত্রপাল–বি. জমির রক্ষক বা পালক।
ক্ষেত্রফল–বি. জমির কালি বা পরিমাণ ফল।
ক্ষেত্রমিতি–বি. জ্যামিতি।
ক্ষেত্রস্বামী (-মিন্), ক্ষেত্রাধিকারী (-রিন্)–বি. জমির মালিক।
Leave a Reply