ক্ষীর [ kṣīra ] বি.
১. দুধ (গো-ক্ষীর);
২. রস, নির্যাস বা আঠা;
৩. জ্বাল দিয়ে ঘন-করা দুধ, মিষ্টান্নবিশেষ।
[সং. √ ঘস্ (খাওয়া) + ঈর, ঘস্ =ক্ষ্]।
ক্ষীরদ্রূম–বি. যে বৃক্ষ থেকে ক্ষীর নিঃসৃত হয়-যথা বট, অশ্বত্থ, ডুমুর, মহুয়া।
ক্ষীরমোহন–বি. ক্ষীর ও ছানার তৈরি চ্যাপটা আকারের রসপূর্ণ মিষ্টান্নবিশেষ।
ক্ষীরসমুদ্র, ক্ষীরসাগর–বি. নারায়ণের অনন্তশয্যারূপে বর্ণিত সমুদ্র, পুরাণোক্ত সপ্তসাগরের অন্যতম।
Leave a Reply