ক্ষীণ [ kṣīṇa ] বিণ.
১. ক্ষয়প্রাপ্ত, ক্ষয়িত (ক্ষীণচন্দ্র);
২. শীর্ণ, কৃশ, রোগা (ক্ষীণকায়);
৩. সরু (ক্ষীণমধ্যা, ক্ষীণকটি);
৪. অত্যল্প, মৃদু; অস্পষ্ট (ক্ষীণ আভাস, ক্ষীণালোক);
৫. দুর্বল (ক্ষীণদৃষ্টি)।
[সং. √ ক্ষি + ত]।
স্ত্রী. ক্ষীণা।
বি. ক্ষীণতা।
ক্ষীণচন্দ্র–বি. ক্ষয়প্রাপ্ত অর্থাত্ কৃষ্ণপক্ষের চাঁদ।
ক্ষীণজীবী (-বিন্)–অল্পপ্রাণ, দুর্বল, জীবনীশক্তিবিহীন।
ক্ষীণশ্বাস–বিণ. মুমূর্ষু, যার শ্বাস খুব ক্ষীণ হয়ে এসেছে।
ক্ষীণায়ু–বিণ. অল্পায়ু।
ক্ষীণালোক–বি. অস্পষ্ট বা মৃদু আলো।
Leave a Reply