ক্ষিতি [ kṣiti ] বি.
১. পৃথিবী;
২. মাটি, ভূমি (ক্ষিতিতল)।
[স. √ ক্ষি + তি]।
ক্ষিতিজ–বিণ. ভূমিজাত; পৃথিবীতে জাত।
☐ বি.
১. মঙ্গলগ্রহ;
২. চক্রবাল, horizon (বি.প.)।
ক্ষিতিধর, ক্ষিতিভৃত্–বি. পর্বত।
ক্ষিতিনাথ, ক্ষিতিপ, ক্ষিতিপতি, ক্ষিতিপাল, ক্ষিতীশ–বি. পৃথিবীর অধিপতি; রাজা।
Leave a Reply