ক্ষর [ kṣara ] বি.
১. ক্ষরণ, নিঃসরণ;
২. নাশ, ধ্বংস।
☐ বিণ.
১. ক্ষরিত হয় এমন;
২. নশ্বর;
৩. ভঙ্গুর।
[সং. √ ক্ষর্ (সঞ্চালনে) + অ]।
ক্ষরণ–বি. নিঃসরণ, ফোঁটায় ফোঁটায় পড়া বা বেরোনো; চুইয়ে পড়া; স্যন্দন, exudation; নাশ।
ক্ষরিত–বিণ. নিঃসৃত; চুইয়ে পড়েছে এমন।
ক্ষরী (-রিন্)–বিণ. ক্ষরণশীল; চুইয়ে পড়ে এমন।
Leave a Reply