ক্ষয় [ kṣaẏa ] বি.
১. ধ্বংস, বিনাশ (শত্রুক্ষয়);
২. পরাজয় (অধর্মের ক্ষয়);
৩. অপচয়, ক্ষতি (অর্থক্ষয়);
৪. হ্রাস, ক্রমশ ক্ষীণ হওয়া (চন্দ্রের ক্ষয়, পেনসিলের সিস ক্ষয় হয়ে আসছে);
৫. ক্ষয় রোগ, ক্ষয় কাশি।
[সং. √ ক্ষি + অ]।
ক্ষয়কাশ–বি. যক্ষ্মারোগ, টি.বি.।
ক্ষয়ক্ষতি–বি. লোকসানাদি।
ক্ষয়প্রাপ্ত–বিণ. ক্ষয় হয়ে গেছে এমন।
ক্ষয়শীল–বিণ. ক্রমে ক্ষয় হয়ে যায় এমন।
ক্ষয়া–খয়া -র বানানভেদ।
ক্ষয়িত–বিণ. ক্ষয়প্রাপ্ত।
ক্ষয়িষ্ণু–বিণ. ক্ষয়শীল।
বি. ক্ষয়তা।
ক্ষয়ী (-য়িন্)–বিণ. ক্ষয়শীল; ভঙ্গুর; নশ্বর।
Leave a Reply