ক্ষমা [ kṣamā ] বি.
১. সহিষ্ণুতা, সহ্যগুণ, তিতিক্ষা;
২. অপরাধ মার্জনা (ক্ষমা করে দিলাম) ;
৩. অপকার বা ক্ষতি সহ্য করা;
৪. নিবৃত্তি (এবার ক্ষমা দাও)।
[সং. √ ক্ষম্ + অ + আ]।
ক্ষমাগুণ, ক্ষমাধর্ম–বি. ক্ষমা করার শক্তি বা মানসিকতা।
ক্ষমাঘেন্না–বি. দোষ মার্জনা করা ও দয়া দেখানো।
ক্ষমাবান (-বান্)–বিণ. ক্ষমাশীল, ক্ষমাগুণে (যার) অন্তর পূর্ণ।
স্ত্রী. ক্ষমাবতী।
ক্ষমার্হ–বিণ. ক্ষমার যোগ্য।
ক্ষমী (-মিন্) বিণ. সহিষ্ণু, ক্ষমাশীল; সমর্থ।
ক্ষম্য–বিণ. ক্ষমার যোগ্য, ক্ষমার্হ।
Leave a Reply