ক্ষমতা [ kṣamatā ] বি.
১. শক্তি, সামর্থ্য (শারীরিক ক্ষমতা, ওজন তোলার ক্ষমতা);
২. যোগ্যতা;
৩. পটুতা, কর্মদক্ষতা, নৈপুণ্য;
৪. প্রভাব, আধিপত্য (রাজকীয় ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা)।
[সং. ক্ষম + তা]।
ক্ষমতাচ্যুত–বিণ. ক্ষমতা চলে গেছে এমন।
ক্ষমতাবান (-বান্)–বিণ. ক্ষমতাশালী, যার ক্ষমতা আছে।
স্ত্রী. ক্ষমতাবতী।
ক্ষমতাশালী (-লিন্)–বিণ. ক্ষমতা আছে এমন।
স্ত্রী. ক্ষমতাশালিনী।
ক্ষমতাসীন–বিণ. শাসনক্ষমতায় অধিষ্ঠিত, (যার) হাতে শাসনক্ষমতা রয়েছে এমন।
Leave a Reply