ক্রম [ krama ] বি.
১. ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে);
২. প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম);
৩. নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম);
৪. অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে);
৫. গমন; পদক্ষেপ (পরিক্রম);
৬. অতিক্রম (কালক্রমে);
৭. বিন্যাস (বর্ণানুক্রম)।
[সং. √ ক্রম্ + অ]।
ক্রমণ–বি. গমন; পদক্ষেপ; পায়চারি।
ক্রমনিম্ন–বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)।
ক্রমপর্যায়–বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation.
ক্রমবর্ধমান–বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন।
ক্রমবিকাশ–বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন।
ক্রমভঙ্গ–বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা।
ক্রমমাণ–বিণ. ইতস্তত গমনশীল।
ক্রমশ, (বর্জি.) ক্রমশঃ (-শস্)–ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে।
ক্রমহ্রাসমাণ–বিণ. ক্রমশ কমে আসছে এমন।
ক্রমাগত–বিণ.
১. পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা);
২. ধারাবাহিক;
৩. অবিরাম (ক্রমাগত পরিশ্রম)।
☐ ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)।
ক্রমাঙ্কন–বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)।
ক্রমান্বয়–বি. ধারাবাহিকতা, পারস্পর্য।
ক্রমান্বয়ে–ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)।
ক্রমায়াত–বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive.
ক্রমিক–বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)।
ক্রমে–ক্রি-বিণ.
১. ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে;
২. এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)।
ক্রমোত্কর্ষ–বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি।
ক্রমোন্নত–বিণ.
১. ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন;
২. ক্রমে উঁচু হয়ে গেছে এমন।
ক্রমোন্নতি–বি.
১. ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ;
২. ক্রমশ উচ্চতা।
Leave a Reply