ক্যানভাস১ [ kyāna-bhāsa ] বি.
১. তাঁবু, চিত্রপট প্রভৃতির জন্য ব্যবহৃত শক্ত মোটা কাপড়বিশেষ, ক্যাম্বিস;
২. চিত্রপট (বিরাট ক্যানভাস জুড়ে ছবি)।
[ইং. canvas]।
ক্যানভাস২ [ kyāna-bhāsa ] বি. ভোট চাঁদা ইত্যাদি চাওয়ার জন্য লোকের কাছে যাওয়া; ভোটের জন্য বা কারও পক্ষে জনমত তৈরির জন্য প্রচার (সারা দিন ভোটের ক্যানভাস করে ক্লান্ত)।
[ইং. canvass]।
Leave a Reply