ক্যাঁচ–অব্য. বি. ছুরি, কাঁচি ইত্যাদি তীক্ষ্ণ অস্ত্র দিয়ে কাটবার (কল্পিত) ধ্বনিবিশেষ (ক্যাঁচ করে খানিকটা চুল কেটে দিল)।
[ ধ্বন্যা ]।
ক্যাঁচক্যাঁচ, ক্যাঁচরক্যাঁচর–অব্য. বি. ক্রমাগত কাটবার বা ঘষার শব্দ।
ক্যাঁচরম্যাচর–অব্য. বি. বহু কণ্ঠের মিলিত কলরব (সবাই মিলে ক্যাঁচরম্যাচর করলে আমি কারও কথাই শুনতে পাব না)।
ক্যাঁচক্যাঁচানি–বি. ক্যাঁচক্যাঁচ শব্দ (তোমাদের ক্যাঁচক্যাঁচানি এবার থামাও)।
Leave a Reply