কোরা১ [ kōrā ] বিণ.
১. সম্পূর্ণ নতুন; আগে ব্যবহৃত হয়নি এমন;
২. (ধুতি, শাড়ি ইত্যাদি সম্পর্কে) আধোয়া;
৩. মাড়যুক্ত।
[হি. কোরা]।
কোরা কাগজ–বি. সাদা বা অব্যবহৃত কাগজ; যে কাগজে লেখা হয়নি।
কোরা মার্কিন–বি. আধোয়া ও মাড়-দেওয়া নতুন মার্কিন কাপড়।
কোরা২ [ kārā ] ক্রি. কুরা-র চলিত রূপ।
☐ বি. যা কোরাবার ফলে তৈরি হয়েছে (নারকেল কোরা)।
Leave a Reply