কোমর [ kōmara ] বি. কটি, মাজা (কোমরের ব্যথা)।
[ফা. কমর্]।
কোমরবন্ধ–বি. কোমরে বাঁধার পটিবিশেষ, পোটি, বেল্ট্, belt.
কোমরজল–বি. কোমর অবধি জল, যে জল কোমর পর্যন্ত গভীর।
কোমরবাঁধা–ক্রি. বি.
১. দৃঢ় সংকল্প করা;
২. কোনো কার্যসাধনে উঠে-পড়ে লাগা (এবার কোমর বেঁধে কাজে লাগো)।
Leave a Reply