কোপ১ [ kōpa ] বি. ধারালো ভারী অস্ত্রের আঘাত (তলোয়ারের কোপ, দা দিয়ে কোপ, কোদালের কোপ)।
তু. ইং. chop
[দেশি]।
কোপ২ [ kōpa ] বি.
১. ক্রোধ, রাগ, রোষ (কোপানল);
২. অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)।
[সং. √ কুপ্ + অ]।
কোপকটাক্ষ–বি. ক্রুদ্ধদৃষ্টি।
কোপন–বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)।
বিণ. স্ত্রী. কোপনা।
কোপনপ্রকৃতি, কোপনস্বভাব–বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট।
কোপানল–বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ।
কোপাবিষ্ট–বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ।
Leave a Reply