বাংলাদেশের নারী ও রোকেয়ার দর্শন
সম্পাদনা: নাজমা চৌধুরী \ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ \ নভেম্বর ২০১০ \ দাম: ২৯৫ টাকা
রোকেয়া সাখাওয়াত হোসেনকে মূল্যায়ন করা হয় বিভিন্নভাবে। কারও কাছে তিনি মহীয়সী এক নারী, একজন বিদগ্ধ ব্যক্তিত্ব। কারও কাছে তিনি নারীশিক্ষার অগ্রদূত, কেউ বা তাঁকে জানেন সংগঠকরূপে, কেউ সাহিত্যিকরূপে। কেউ বা সমাজ সংস্কারকের ভূমিকায় তাঁকে চিনেছেন; নারীমুক্তির পথিকৃৎ ও নারীবাদের প্রবক্তা হিসেবে তাঁর অবদান চিহ্নিত করেছেন। এটি
জেন্ডার সমতায় বিশ্বাসী রোকেয়াকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকাশনা।
ট্রানজিশন টু ডেমোক্রেসি
ওয়ালিউর রহমান
ইউপিএল \ দাম: ৬৭৫ টাকা \ নভেম্বর ২০১০
দেশের বাইরে ও বিদেশে পত্রপত্রিকা-ম্যাগাজিনে বিভিন্ন সময় প্রকাশিত প্রবন্ধের সংকলন এ বইটি। বাংলাদেশের শাসনব্যবস্থায় বিভিন্ন দিক এবং দেশের শাসকদের বিভিন্ন কর্মকাণ্ডের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে নানা মত প্রকাশ করেছেন লেখক। তাঁর আলোচনায় আওয়ামী লীগ-বিএনপি দুই দলই আলোচিত-সমালোচিত হয়েছে। পর্যালোচনায় উঠে এসেছে ১৫ আগস্ট, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা এবং পরবর্তীকালে ক্ষমতায় আসা বিভিন্ন সরকার ও তাদের কর্মকাণ্ড।
সোমপুর মহাবিহারের পোড়ামাটির ফলকে জীববৈচিত্র্য
সোহরাব উদ্দীন সৌরভ \ ইতিহাস একাডেমি, ঢাকা \ মে, ২০০৯ \ দাম: ৩৫০ টাকা
এই গ্রন্থটি প্রত্নতাত্ত্বিক উৎসনির্ভর একটি মৌলিক গবেষণা। গ্রন্থটিতে পালযুগীয় অনন্য স্থাপত্য পাহাড়পুরের সোমপুর মহাবিহারের মন্দিরগাত্র অলংকরণে ব্যবহূত পোড়ামাটির ফলকচিত্রে আঁকা জীববৈচিত্র্য নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করা হয়েছে। এটি প্রত্নতত্ত নিয়ে আগ্রহী পাঠকের কাছে মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে। সহজ বর্ণণা এই বইয়ের মূর আকর্ষণ।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১৪, ২০১০
Leave a Reply