কোন, কোন্ [ kōna, kōn ] সর্ব. বিণ.
১. (প্রশ্নে) কী, কে, কোনটি (কোন কথা? কোন বই?);
২. অনির্দিষ্ট কোনো (কোন দিন হয়তো শুনব)।
☐ ক্রি-বিণ.
১. কীসে, কী প্রকারে, (তুমিই বা কোন ভালো ছেলে?);
২. কেন (সবাই ওই কথা বলে-আমিই কোন না বলি)।
[< প্রাকৃ. কৌণকি-তু. হি. কৌন]।
কোন না–অব্য. অবশ্যই, নিশ্চয় (গতকাল ভালো খেলেছে, আজও কোন না খেলবে)।
Leave a Reply