কোটি [ kōṭi ] বি.
১. ক্রোর, এক লক্ষের শতগুণ বা ১০০০০০০০ সংখ্যা;
২. খড়গ ধনুক প্রভৃতির প্রান্ত বা অগ্রভাগ;
৩. তর্কের এক পক্ষ (ন্যায়ের কোটি);
৪. শ্রেণি (উচ্চকোটির মানুষ);
৫. উত্কর্ষ।
☐ বিণ.
১. ১ সংখ্যক;
২. অসংখ্য (কোটি কোটি মানুষ);
৩. (গণি.) ordinate (বি.প.)।
[সং. √ কুট্ + ই]।
কোটিকল্প–বি.
১. ব্রহ্মার এক কোটি আহোরাত্র অর্থাত্ মানুষের ৮৬৪০০০০০০০০০০০০০০ বত্সর;
২. অনন্তকাল।
কোটিপতি, কোটীশ্বর–বি. অপরিমিত ধনের অধিকারী।
Leave a Reply