কোথা [ kōthā ] বি. অব্য. কোনো স্হান (কোথা থেকে)।
☐ ক্রি-বিণ. অব্য. কোন স্হানে, কোথায় (কোথা আছে সে?)।
[সং. কুত্র]।
কোথাও–ক্রি-বিণ.
১. কোনো স্হানে (কোথাও নেই);
২. কোনো কোনো স্হানে (‘কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা’: রবীন্দ্র)।
কোথাকার–বিণ.
১. কোন স্হানের (কোথাকার জিনিস?);
২. অস্হানের (কোথাকার কে);
৩. (র্ভত্সনায়) অস্হানের কুস্হানের (বদ ছেলে কোথাকার)।
কোথায়–অব্য. ক্রি-বিণ. কোন স্হানে।
Leave a Reply