কোণ [ kōṇa ] বি.
১. (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ);
২. অভ্যন্তর (গৃহকোণ);
৩. প্রান্ত (আঁখিকোণ);
৪. খুঁট (কাপড়ের কোণ);
৫. অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ);
৬. বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর (‘বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন’: অ. ব.)।
[সং. √ কুণ্ + অ]।
কোণঘেঁষা–বিণ.
১. এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন;
২. লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত।
কোণঠাসা–বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়।
প্রবৃদ্ধকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle.
সন্নিহিতকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle.
সমকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle.
সমকৌণিক–বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়।
সরলকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি পরিমিত কোণ, straight angle.
সূক্ষ্মকোণ–বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle.
স্হূলকোণ–বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle.
Leave a Reply