কোট১ [ kōṭa ] বি.
১. দুর্গ (রাজকোট);
২. নগর, শহর (শিয়ালকোট, পাঠানকোট) ;
৩. অধিকার, আয়ত্তি; দখল (এবার তোমাকে আমার নিজের কোটে পেয়েছি);
৪. পণ, জিদ (কোট বজায় রাখা);
৫. সীমানা, চৌহদ্দি (কোটের বাইরে যাওয়া)।
[সং. কোট্ট-তু. হি. কোঠরি]।
কোট২ [ kōṭa ] বি. জামার উপরে পরিধেয় মোটা কাপড়ে প্রস্তুত হাতাওয়ালা এবং বোতামযুক্ত বহির্বাসবিশেষ।
[ইং. coat]।
Leave a Reply