কোকিল [ kōkila ] বি. কোয়েলজাতীয় সুকণ্ঠ পাখিবিশেষ, পিক।
[সং. √ কুক্ (গ্রহণ করা) + ইল]।
বি. (স্ত্রী.) কোকিলা।
কোকিলকণ্ঠ–বিণ. কোকিলের মতো মধুর কণ্ঠবিশিষ্ট।
স্ত্রী. কোকিলকণ্ঠী।
কোকিলাসন–বি. তান্ত্রিক যোগাসনবিশেষ।
কোকিলেক্ষু–বি. কালো রঙের বা ‘কাজলা’ আখ/ইক্ষু।
Leave a Reply