কোঁচা১–বি. (প্রধানত পুরুষের) পরিধেয় বস্ত্রের অর্থাত্ ধুতির পাট করা সম্মুখভাগ)।
[বাং. কোঁচ৩ + আ]।
কোঁচা দুলিয়ে বেড়ানো–ক্রি. বি. দায়িত্বজ্ঞানহীন হয়ে আলস্যে দিন কাটানো; বাবুগিরি করা।
বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন–(প্র.) ঘরে অভাবের জ্বালায় কষ্ট পাচ্ছে অথচ বাইরে লোক-দেখানো বাবুগিরি ও বড়লোকি করছে এমন অবস্হা।
কোঁচা২, কোঁচানো–যথাক্রমে কুঁচা২ ও কুঁচানো-র চলিত রূপ।
Leave a Reply