কেহ [ kēha ] সর্ব. (সাধু ভাষার)
১. কোনো ব্যক্তি (কেহ জানে না);
২. আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেহ নয়)।
৩. কেউ শব্দের সাধু রূপ।
[প্রাকৃ. কেঅ, তু. মাগ. কেহু < সং. কঃ অপি]।
কেহ কেহ–সর্ব. কেউ কেউ, কোনো কোনো লোক; কতিপয় লোক।
কেহ না কেহ–সর্ব. কেউ-না-কেউ, কোনো-না-কোনো লোক।
Leave a Reply