কেশ [ kēśa ] বি. চুল।
[সং. কে (মস্তকে) + √ শী + অ]।
কেশকর্ম (-র্মন্)–বি. চুল বাঁধা; কবরী রচনা।
কেশকলাপ, কেশগুচ্ছ, কেশদাম, কেশপাশ–বি. চুলের গোছা।
কেশকীট–বি. চুলের পোকা, উকুন।
কেশগ্রহণ–বি. চুল ধরা।
কেশঘ্ন–বি. টাক।
কেশতৈল–বি. চুলে বা মাথায় মাখার উপযুক্ত তেল।
কেশপ্রসাধন–বি. চুলের পরিচর্যা; চুলের সংস্কার ও শোভা বর্ধন।
কেশবতী–বি. (স্ত্রী.) ভালো চুল আছে যে নারীর।
কেশবিন্যাস–বি. চুল বাঁধা; চুলের সংস্কার; চুল আঁচড়ানো; চুলের বাহার।
কেশমুণ্ডন–বি. মাথা মুড়িয়ে ফেলা, নেড়া হওয়া।
Leave a Reply