কেলে [ kēlē ] বিণ. (অনাদরে বা ব্যঙ্গে) কালো, কালো রঙের। [বাং. কালিয়া >]।
কেলে কার্তিক, নব কার্তিক, লোহার কার্তিক–বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুৎসিত লোক।
কেলেভূত–বি. ভূতের মতো কালো ব্যক্তি।
কেলেমানিক, কেলেসোনা–(আদরে) বি. কালো ছেলে; কালাচাঁদ, শ্রীকৃষ্ণ।
কেলে হাঁড়ি–বি. বহুকাল ভাত রাঁধার ফলে যে (মাটির) হাঁড়ির তলদেশ কালো হয়ে গেছে।
Leave a Reply