কেয়া১ [ kēẏā ] বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)।
[সং. কেতক]।
কেয়াকাঁদি–বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে।
কেয়া২ [ kēẏā ] অব্য. কী চমত্কার (কেয়া বাত! কেয়া মজা!)।
[হি. ক্যা]।
কেয়া বাত, (বর্জি.) কেয়া বাত্–অব্য. কী চমত্কার কথা; কী ব্যাপার; বাহবা; শাবাশ।
Leave a Reply