কেমন [ kēmana ] ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)।
☐ অব্য.
১. একরকম (কেমন যেন বোকার মতো);
২. বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!);
৩. সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)।
☐ বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)।
[বাং. কী (কি) + মন]।
কেমন কেমন–বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)।
কেমনতর, কেমনতরো–বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)।
কেমন যেন–বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্হাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্হ)।
কেমনে–(কাব্যে) ক্রি-বিণ. কীভাবে (‘কেমনে শুধিব বল তোমার এ ঋণ’: রবীন্দ্র)।
Leave a Reply