কেন্দ্র [ kēndra ] বি.
১. মধ্যবিন্দু (ভূকেন্দ্র);
২. মূল বা প্রধান স্হান (শীক্ষাকেন্দ্র, কর্মকেন্দ্র, বাণিজ্যকেন্দ্র);
৩. (জ্যোতিষ.) রাশিচক্রের লগ্নস্হান এবং লগ্ন থেকে চতুর্থ সপ্তম ও দশম স্হান;
৪. সূর্য থেকে গ্রহ-উপগ্রহগুলির ব্যবধান;
৫. (জ্যামি.) বৃত্ত; মধ্যবিন্দু।
[সং. < গ্রি. কেন্ত্রন kentron]।
কেন্দ্রগত–বিণ. মধ্যস্ত; প্রধান বা মূল স্হানে অবস্হিত।
কেন্দ্রবিন্দু–বি. প্রধান স্হান; প্রধান কেন্দ্র (আন্দোলনের কেন্দ্রবিন্দু)।
কেন্দ্রবিমুখ, কেন্দ্রাতিগ–বিণ. কেন্দ্র থেকে দূরে গমনশীল, centrifugal.
কেন্দ্রাভিগ, কেন্দ্রানুগ–বিণ. কেন্দ্রাভিমুখে গমনশীল, centripetal.
কেন্দ্রিক–বিণ. (ন.শ.) কোনো কিছুকে কেন্দ্র করে রয়েছে বা ঘটছে এমন (নগরকেন্দ্রিক সভ্যতা, গ্রামকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক)।
কেন্দ্রিত–বিণ. কেন্দ্রগত।
কেন্দ্রী (-ন্দ্রিন্)–বিণ. কেন্দ্রযুক্ত; কেন্দ্রস্হলে অবস্হিত।
কেন্দ্রীয়, (অপ্র.) কৈন্দ্রিক–বিণ. কেন্দ্রসম্পর্কীয়; কেন্দ্রে অবস্হিত (কেন্দ্রীয় সরকার)।
কেন্দ্রীভূত–বিণ. কেন্দ্রে আগত বা নীত (সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত করা); কেন্দ্রগত; কেন্দ্রে পরিণত।
Leave a Reply