কেল্লা [ kēllā ] বি. দুর্গ, গড়; সেনানিবাস।
[আ. কিলাহ্]।
কেল্লাদার–বি. দুর্গের অধিপতি, দুর্গের অধিনায়ক।
কেল্লা ফতে করা–ক্রি. বি.
১. দুর্গ জয় করা;
২. (আল.) কাজ হাসিল করা, সিদ্ধিলাভ করা।
কেল্লা মাত করা–কেল্লা ফতে করা -র অনুরূপ।
কেল্লা মেরে দেওয়া–ক্রি. বি. জয়ী হওয়া; সফল হওয়া (কেল্লা মেরে দিয়েছ, আর তোমাকে পায় কে?)।
Leave a Reply