কেশর [ kēśara ] বি.
১. ফুলের ভিতরের কেশতুল্য সূক্ষ বস্তু;
২. সিংহ ঘোড়া প্রভৃতি প্রাণীর ঘাড়ের দীর্ঘ লোমরাজি;
৩. জাফরান;
৪. নাগকেশর ফুল বা তার গাছ।
[সং. কে (জলে) + শর]।
কেশরী (-রিণ)–বি.
১. সিংহ;
২. কেশরযুক্ত প্রাণী।
☐ বিণ. (সমাসে পরপদে)
১. শ্রেষ্ট বা প্রধান (পাঞ্জাবকেশরী);
২. জাফরান-এর রংবিশিষ্ট (কেশরী রং)।
Leave a Reply