কেদার১ [ kēdāra ] বি.
১. হিমালয় পর্বতে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ;
২. শিব;
৩. কৃষিক্ষেত্র, ক্ষেত;
৪. ক্ষেতের আলি;
৫. আলবাল।
[সং. কে + √ দৃ + অ]।
কেদারনাথ–বি. শিব, কেদারের অধীশ্বর।
কেদার২, কেদারা১ [ kēdāra, kēdārā ] বি. সন্ধ্যাকালীন রাগবিশেষ (ব্যাকরণগতভাবে কেদারকে রাগ এবং কেদারাকে রাগিণী বলা হলেও সংগীতে এই দুটি রাগ অভিন্ন)।
[সং. কেদার]।
কেদারা২ [ kēdārā ] বি. চেয়ার (আরামকেদারা)।
[পো. cadeira কাদেইরা]।
Leave a Reply