কৃত১ [ kṛta ] বি. সত্যযুগ (কৃতযুগ)।
[সং. √ কৃ + ত]।
কৃত২ [ kṛta ] বিণ.
১. সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ);
২. রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত);
৩. নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি);
৪. শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা);
৫. নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)।
[সং. √ কৃ + ত]।
কৃতক–বিণ.
১. কল্পিত;
২. কৃত্রিম।
কৃতকপুত্র–বি. পালিত পুত্র।
কৃতকর্মা (-র্মন্)–বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ।
কৃতকাম–বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ।
কৃতকার্য–বিণ. সফল।
কৃতকার্যতা–বি. সাফল্য।
কৃতকীর্তি–বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন।
কৃতকৃত্য–বিণ. কৃতকার্য, কর্তব্যকর্মে সফল।
কৃততীর্থ–বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন।
কৃতদার–বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত।
কৃতদাস–বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি।
কৃতধী, কৃতবুদ্ধি–বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি।
কৃতনিশ্চয়–বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন।
বি. কৃতনিশ্চয়তা।
কৃতপূর্ব–বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন।
কৃতপ্রতিজ্ঞ–বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে।
কৃতবিদ্য–বিণ. সুশিক্ষিত; বিদ্বান।
বি. কৃতবিদ্যতা।
কৃতশ্রম–বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)।
কৃতসংকল্প–বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন।
Leave a Reply