বন্ধের লাগি কান্দে আমার মন কান্দি কান্দি জীবন গেল
পাইলাম না তোমার চরণ।।ধু।।
কত কষ্ট কইলাম আমি চক্ষে চাইয়া দেখলায় তুমি
দয়া মায়া তোমার নাই
আমি ঘুরি পাগলের মতন
তুমি তো বলিয়াছিলে না ছাড়িবে কোন কালে
তবে এত কষ্ট কেন দিলে তোমার দুক্ষে যায় জীবন
তোমার দুক্ষে আমি দুক্ষী তোমার সুখে আমি সুখী
এখন দেখি সব ফাকি ফিরিয়া না চাও এখন
ভাবিয়া রাধারমণ বলে সব খুয়াইলাম ভাব জঞ্জালে
কি গতি মোর পরকালে সদায় ঝুরে দুই নয়ন।
পূর্ববর্তী:
« বন্ধের বাঁশী মন উদাসী করিল আমারে
« বন্ধের বাঁশী মন উদাসী করিল আমারে
পরবর্তী:
ববম ববম কমলপদে দণ্ডব্যৎ ও কাশীনাথ »
ববম ববম কমলপদে দণ্ডব্যৎ ও কাশীনাথ »
Leave a Reply