কেউ [ kēu ] সর্ব.
১. কেহ, কোনো ব্যক্তি;
২. আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেউ নয়)।
[বাং. কেহ > প্রা. বাং. কেহু]।
কেউকেটা, কেওকেটা–বি. সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদস্হ লোক (তুমি এমন-কিছু কেউকেটা নও)।
☐ বিণ. যে-সে, হেয় করবার মতো; (ব্যঙ্গে) মানী বা পদস্হ (কেউকেটা লোক নয়)।
Leave a Reply