কৃষ্ণ [ kṛṣṇa ] বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম।
☐ বিণ.
১. কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল);
২. অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ)
[সং. √কৃষ্ + ন]।
কৃষ্ণকথা–বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।)
কৃষ্ণকলি–বি. ফুলবিশেষ বা তার গাছ।
কৃষ্ণকীর্তন–বি.
১. কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য;
২. বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য।
কৃষ্ণদ্বৈপায়ন–বি. ব্যাসদেব।
কৃষ্ণপক্ষ–বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা।
কৃষ্ণপ্রাপ্তি–বি. মৃত্যু।
কৃষ্ণবর্ত্মা (-র্ত্মন্)–বি.
১. অগ্নি;
২. রাহু।
কৃষ্ণভক্ত–বি. কৃষ্ণের অনুরাগী।
কৃষ্ণযাত্রা–বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী।
কৃষ্ণসর্প–বি. কালসাপ, কেউটে।
কৃষ্ণসার, কৃষ্ণশার–বি. মৃগবিশেষ।
কৃষ্ণসারথি–বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন।
কৃষ্ণসীস–বি. গ্রাফাইট, graphite.
কৃষ্ণকৃষ্ণা–বি. (স্ত্রী.)
১. দ্রৌপদী;
২. দাক্ষিণাত্যের নদীবিশেষ।
☐ বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা।
কৃষ্ণাগুরু–বি. কালাগুরু, কৃষ্ণচন্দন।
কৃষ্ণাজিন–বি. কৃষ্ণসার মৃগের চামড়া।
কৃষ্ণাভ–বিণ. কালো আভাযুক্ত।
কৃষ্ণাষ্টমী–বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি।
Leave a Reply