কৃপা [ kṛpā ] বি.
১. দয়া, করুণা (কৃপাময়);
২. অনুকম্পা (কৃপার পাত্র);
৩. প্রসন্নতা, অনুগ্রহ (কৃপাদৃষ্টি)।
[সং. √কৃপ্ + অ + আ]।
কৃপাদৃষ্টি–বি. অনুগ্রহ।
কৃপাবলোকন–বি. দয়াপূর্ণ দৃষ্টি, সদয় দৃষ্টি।
কৃপাময়–বিণ. দয়ালু, করুণাময়।
কৃপালু–বিণ. দয়ালু।
কৃপাসিন্ধু–বিণ. বি. দয়ার সাগর।
Leave a Reply