কৃত্রিম [ kṛtrima ] বিণ.
১. স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী);
২. কৌশলে নির্মিত;
৩. শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম);
৪. নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা);
৫. কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)।
[সং. √কৃ + ত্রিম]।
বি. কৃত্রিমতা।
কৃত্রিম উপগ্রহ–বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite.
Leave a Reply