কৃত্য [ kṛtya ] বিণ. করণীয় (কৃত্যকর্ম)।
☐ বি
১. কার্য, কর্তব্যকর্ম (নিত্যকৃত্য, প্রাতঃকৃত্য);
২. (ব্যাক.) তব্যাদি প্রত্যয়।
[সং. √কৃ + য]।
কৃত্যক–বি. সরকারি চাকরি, service (স. প.)।
কৃত্যকৃত্যা–বি. (স্ত্রী.)
১. আভিচারিক তন্ত্রমন্ত্র;
২. কার্য, ক্রিয়া।
কৃত্যাকৃত্য–বি. কর্তব্য-অকর্তব্য, কার্যাকার্য।
Leave a Reply