কূর্ম [ kūrma ] বি.
১. কচ্ছপ;
২. বিষ্ণুর দ্বিতীয় অবতার।
[সং. কু (কুত্সিত) + ঊর্মি (বেগ বা গতি) সমাসান্ত]।
কূর্মপুরাণ–বি. কূর্মারতার-বিষয়ক পুরাণ।
কূর্মাবতার–বি. বিষ্ণুর দ্বিতীয় অবতার।
কূর্মী১ [ kūrmī ] বি. (স্ত্রী.) কচ্ছপী।
কূর্মী২ [ kūrmī ] কুর্মি -র বর্জি. বানান।
Leave a Reply