কুহু, কুহূ১ [ kuhu, kuhū ] বি.
১. কোকিলের রব;
২. কূজন;
৩. নাড়ীবিশেষ।
[সং. √ কুহ্ + উ, ঊ]।
কুহুকণ্ঠ–বি. কোকিল।
কুহুতান–বি. কোকিলের গান।
কুহুরব–বি.
১. কোকিলের ডাক;
২. কোকিল।
কুহূ২ [ kuhū ] বি. অমাবস্যার রাত্রি (‘একে কুলকামিনী তাহে কুহু যামিনী’)।
[সং. √ কুহ্ + ঊ]।
Leave a Reply