কুসুম১ [ kusuma ] বি. (বস্ত্রাদি রং করতে ব্যবহৃত) ফুলবিশেষ।
[সং. কুসুম্ভ]।
কুসুম২ [ kusuma ] বি.
১. ফুল, পুষ্প (‘জড়াই কুসুম-দাম’: স. দ.);
২. ডিমের হলদে অংশ;
৩. চোখের ব্যাধিবিশেষ;
৪. স্ত্রীরজঃ।
[সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]।
কুসুমকলি–বি. ফুলের কুঁড়ি।
কুসুমকানন–বি. ফুলের বন।
কুসুমকার্মুক, কুসুমচাপ, কুসুমধনু, কুসুমধন্বা (ন্বন্)–বি. মদনদেব।
কুসুমকোরক–বি. ফুলের কুঁড়ি।
কুসুমদাম–বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ।
কুসুমপেলব–বিণ. ফুলের মতো নরম।
কুসুমমালিকা–বি.
১. ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা;
২. সংস্কৃত ছন্দোবিশেষ।
কুসুমশয্যা–বি.
১. ফুলশয্যা;
২. নরম বিছানা;
৩. আরাম।
কুসুমশর–বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন।
কুসুমস্তবক–বি. ফুলের তোড়া।
কুসুমাকর, কুসুমাগম–বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু।
কুসুমাঞ্জলি–বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন।
কুসুমায়ুধ–বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব।
কুসুমাসব–বি. পুষ্পমধু, মকরন্দ।
কুসুমাসার–বি. পুষ্পবৃষ্টি।
কুসুমাস্তরণ–বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা।
কুসুমাস্তীর্ণ–বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)।
কুসুমিত–বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)।
কুসুমেষু–বি. মদন; কন্দর্প।
কুসুম৩ [ kusuma ] বিণ. কবোষ্ণ, অল্প গরম।
[সং. কোষ্ণ]
Leave a Reply