দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া
যে জানে পিরিতির বাও ঘুমাইয়া থাকে চাইয়া
কেশ ধরি জাগায় গো বন্ধে শিয়রে বসিয়া
জাগিয়া না পাইলাম তারে চোরা যায় পলাইয়া
আগে যদি জানতাম রে বন্ধু যাইবায় রে ছাড়িয়া
মাথার কেশ দুই ভাগ করিয়া রাখিতাম বান্ধিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
কুল গেল, কলঙ্ক রইল জগৎ ভরিয়া।
পূর্ববর্তী:
« দুশ্চরিত্র কানাই তুমি কলঙ্ক দাও রমে
« দুশ্চরিত্র কানাই তুমি কলঙ্ক দাও রমে
পরবর্তী:
দূতী কইও গো বন্ধু রে »
দূতী কইও গো বন্ধু রে »
Leave a Reply