কুরা, কোরা [ kurā, kōrā ] ক্রি.
১. (নারকেল ইত্যাদি) কুরুনি দিয়ে চাঁচা বা আঁচড়ানো (নারকেল কোরাচ্ছে);
২. নখ, দাঁত প্রভৃতি দিয়ে একটু একটু করে খোঁড়া।
[দেশি]।
কুরানো, কোরানো–ক্রি. বি. বিণ. উক্ত সব অর্থে।
কুরানি, কুরনি, কুরুনি, কোরানি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।
Leave a Reply