কুল১ [ kula ] বি. মূলত মাঘ-ফাল্গুন মাসের অম্ল স্বাদের গোলাকার ফলবিশেষ, বদবী।
[< সং. কুরল]।
কুল২ [ kula ] বি. তান্ত্রিক ধর্মসম্প্রদায়বিশেষ।
[সং. √কুল্ + অ]।
কুলমার্গ–বি.
১. উক্ত তান্ত্রিকদের অবলম্বিত সাধনপ্রণালী ও জীবনযাত্রা;
২. সাধক তাঁর গুরুর নির্দিষ্ট যে আচারকে অবলম্বন করে মুক্তিকামী হন (তু. ‘আচারঃ কুলমুচ্যতে’)।
কুলাচার–বি. উক্ত সম্প্রদায়ের আচার।
কুলাচার্য–বি. উক্ত সম্প্রদায়ের গুরু।
কুল৩ [ kula ] বি.
১. বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক);
২. সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান);
৩. সন্তানসন্ততি (তার কুল আজও আছে);
৪. কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল);
৫. গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ);
৬. আবাস, ভবন (গুরুকুল);
৭. জাতি, বর্ণ (রক্ষঃকুল);
৮. গণ; সমুহ (বানরকুল, জীবকুল)।
[সং. কু + √ লা + অ]।
কুল করা–ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া।
কুল মজানো–ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা।
কুলে কালি দেওয়া–ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা।
কুলে বাতি দেওয়া–ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)।
কুলের বাহির (বার) হওয়া–ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া।
কুল রাখি কি শ্যাম রাখি–(প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান-এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট।
কুলকণ্টক–বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি।
কুলকন্যা, কুলনারী–বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী।
কুলকর্ম, কুলক্রিয়া–বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান।
কুলকলঙ্ক–বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি।
কুলকলঙ্কিনী–বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়।
কুলকামিনী–বি. (স্ত্রী.) সত্কুলের বধূ।
কুলক্রিয়া–কুলকর্ম-র অনুরূপ।
কুলক্ষয়–বি. বংশনাশ।
কুলগর্ব–বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব।
কুলগুরু–বি. বংশপরম্পরায় সকলেই যে গুরুর শিষ্য।
কুলগৌরব–বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি।
কুলঘ্ন–বিণ. বংশনাশক।
কুলজ–বিণ. সত্কুলজাত, কুলীন।
কুলজি, (বর্জি.) কুলজী–বি. বংশতালিকা; বংশপরিচয়।
[সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]।
কুলটা–বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)।
কুলতিলক–বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি।
কুলত্যাগ–বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ।
কুলত্যাগিনী–বিণ. (স্ত্রী.) কুলটা।
কুলদূষক, কুলদূষণ–বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)।
কুলদেবতা–বি. বংশপরম্পরায় পূজিত দেবতা।
কুলধর্ম–বি. বংশগত আচার-আচরণ; কুলাচার।
কুলনারী–বি. সত্ কুলের বধূ, কুলকামিনী।
কুলনাশন–বিণ. কুলক্ষয়কারী।
কুলপঞ্জি, কুলপঞ্জী–বি. কুলজি।
কুলপতি–বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি।
কুলপুত্র–বি. সত্কুলজাত পুরুষ।
কুলপুরোহিত–বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ।
কুলপ্রদীপ–বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)।
কুলবতী, কুলবধূ–বি. সচ্চরিত্রা স্ত্রী।
কুলবালা–বি. কুলকন্যা, কুলবধূ।
কুলভঙ্গ–বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি।
কুলভূষণ–বিণ. বি. বংশের গৌরব।
কুলভ্রষ্ট–বিণ. নিজ বংশ থেকে চ্যুত।
কুলমর্যাদা–বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন।
কুলমান–বি. বংশের সম্মান।
কুললক্ষণ–বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ।
কুললক্ষ্মী–বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী।
কুলশীল–বি. বংশ ও চরিত্র।
Leave a Reply