কুমুদ, (কাব্যে) কুমুদী [ kumuda, kumudī ] বি.
১. লালপদ্ম;
২. শ্বেতপদ্ম;
৩. শালুক, সুঁদি;
৪. দক্ষিণ দিকের রক্ষাকর্তা দিঙ্নাগ।
[সং. কু (পৃথিবী) + √ মুদ্ (হর্ষে) + অ]।
কুমুদনাথ, কুমুদবান্ধব–বি. চাঁদ।
কুমুদবতী, কুমুদ্বতী–বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ।
☐ বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)।
কুমুদিনী–বি.
১. কুমুদের ঝাড়;
২. কুমুদশোভিত সরসী বা পুষ্করিণী।
কুমুদ্বান (দ্বত্)–বিণ. কুমুদশোভিত (স্হান)।
Leave a Reply