কুমার১, কুমোর [ kumāra, kumōra ] বি. কুম্ভকার; মৃণ্ময় পাত্র পুতুল প্রতিমা প্রভৃতির নির্মাতা।
[সং. কুম্ভকার]।
কুমোরের চাক–বি. কুমোরের ব্যবহৃত গোলাকার চাকবিশেষ।
কুমার২ [ kumāra ] বি.
১. পাঁচ থেকে দশ বত্সর বয়স্ক বালক;
২. পুত্র (‘কৃষকের ছেলে কিংবা রাজার কুমার’);
৩. রাজপুত্র;
৪. যুবরাজ;
৫. দেবসেনাপতি কার্তিকেয়;
৬. (বৈদ্য.) সতেরো থেকে ত্রিশ বত্সর বয়স্ক পুরুষ;
৭. অবিবাহিত পুরুষ (আজীবন কুমার থেকে গেছেন, চিরকুমার)।
[সং. √ কুমারি (ক্রীড়া অর্থে) + অ]।
কুমারচার–বি. ব্রতী বালক, বয়-স্কাউট।
কুমারব্রত–আমরণ অবিবাহিত থেকে ব্রহ্মচর্য পালনের ব্রত।
Leave a Reply