কুমড়া, কুমড়ো [ kumaḍā, kumaḍō ] বি. তরকারি হিসাবে রেঁধে খাওয়ার সবজি ফলবিশেষ, কুষ্মাণ্ড।
[সং. কুষ্মাণ্ড]।
কুমড়ো গড়াগড়ি–বি. কুমড়োর মতো মাটিতে পড়ে গড়াগড়ি; ভূলুণ্ঠন।
গুড় কুমড়ো, মিঠে কুমড়ো, বিলাতি কুমড়ো–বি. মিষ্টি স্বাদের কুমড়োবিশেষ।
চাল কুমড়ো, ছাঁচি কুমড়ো, দেশি কুমড়ো–বি. ঘরের চালে বা মাচায় যে কুমড়ো গাছকে লতিয়ে দেওয়া হয়।
কুমড়োপটাশ [ kumaḍō-paṭāśa ] বি. কুমড়োর মতো গোলগাল কিন্তু নিরীহ কাল্পনিক প্রাণীবিশেষ (‘যদি কুমড়োপটাশ নাচে, খবরদার যেয়ো না কেউ রান্নাঘরের কাছে’: সু.রা.); (আল.) মোটাসোটা ও অকর্মণ্য লোক।
[বাং. কুমড়ো + (ধ্বন্যা.) পটাশ]।
Leave a Reply